ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জিএম কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। (রোববার) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলামের কাছে প্রত্যাহারের চিঠি জমা দেন।


এর আগে ভোটে যাওয়া না যাওয়া নিয়ে রোববার সকালে নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।


দুপুরে এক সংবাদ সম্মেলনে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, জাতীয় পার্টি নির্বাচনে যাবে কি যাবে না সেটি বিকালে পরিষ্কার করা হবে। তবে বিকেলে তিনি জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন।


তিনি বলেছেন, ২৮৩ আস‌নে লাঙ‌লের প্রার্থী থাক‌বে। জোরদারভা‌বে নির্বাচন কর‌বে জাপা।


এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়েছে। জাতীয় পার্টি নির্বাচনে থাকছে এমন ইঙ্গিত দেন তিনি।


জি এম কাদের দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি।


ads

Our Facebook Page